বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeআইন-আদালতসুপ্রিমকোর্টে মুখোমুখি আ'লীগ-বিএনপিপন্থী আইনজীবীরা, চরম উত্তেজনা

সুপ্রিমকোর্টে মুখোমুখি আ’লীগ-বিএনপিপন্থী আইনজীবীরা, চরম উত্তেজনা

বাংলাদেশ প্রতিবেদক: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির মুলতুবির আদেশকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টের ভেতর অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে সুপ্রিম কোর্টের ভেতর ও বাইরে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দাবিতে আপিল বিভাগে অবস্থান করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের সময় আবেদন মঞ্জুর করায় আদালতে হট্টগোল শুরু করেন তারা।
এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা বারবার জামিনের কথা বলতে থাকেন। কিন্তু প্রধান বিচারপতি তাদের কথায় কান দেননি। এ সময় দু’পক্ষের আইনজীবিদের মধ্যে হট্টগোল শুরু হয়।
এরই একপর্যায়ে সকাল ১০টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বে অন্যান্য বিচারপতিরা এজলাস থেকে বের হয়ে যান। তবে খালেদার জামিন না হওয়ায় বিএনপিপন্থি বিচারপতিরা এখনো এজলাসে অবস্থান করছেন। খালেদা জিয়ার জামিন ছাড়া এজলাস না ছাড়ার ঘোষণা দিয়েছেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মইনুল হোসেন, এজে মোহাম্মদ আলী, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ শতাধিক আইনজীবীরা।
তরুণ আইনজীবীদের দাবি, তারা খালেদার জামিন না নিয়ে এজলাস ত্যাগ করবেন না। প্রয়োজনে তারা সারাদিন অবস্থান করবেন এজলাসে।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন, দুদকের পক্ষে খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন। এছাড়া আওয়ামীপন্থি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এন আমিন উদ্দিন ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু সহ অন্য আইনজীবীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments