ফেরদৌস সিহানুক শান্তঃ চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মূল্যে চাল বিক্রির অভিযোগে মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও চালের মূল্য কমাতে জেলার মিলগুলোকে সতর্ক করেছে জেলা প্রশাসন।
অভিযান শেষে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এই তথ্য জানিয়েছেন।
শনিবার দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
জেলা প্রশাসক জানান গালিভ খাঁন জানান, সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় রাইস মিলগুলোতে অভিযান চালানো হয়। এসময় আগের উৎপাদিত চাল অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি মিলগুলোতে সতর্ক করা হয়েছে।
অভিযানে জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএমসহ প্রশাসনের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।