শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসাহিত্যনজরুল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ১২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

নজরুল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ১২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

কাগজ প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কপিরাইট আইনে ১শ’ ২০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টে মামলাটি দায়ের করেছেন চিত্রশিল্পী হোসাইন মোহাম্মদ ফারুক। আজ রোববার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফারুক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১২ সালে আঁকা কবি নজরুলের একটি চিত্রকর্ম তার অনুমতি ছাড়া কবি নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকৃত ভাবে বিশ্ববিদ্যালয়ের একটি স্যুভেনরে মূদ্রণ করে। যা ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবতর্ন উপলক্ষে প্রকাশ করা হয়। এরপর শিল্পী হোসাইন মোহাম্মদ ফারুক এর প্রতিবাদ জানিয়ে একটি উকিল নোটিশ পাঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

এর জবাব না পেয়ে গত ১৪ ফেব্রুয়ারী ময়মনসিংহ জজ কোর্টে কপিরাইট আইনে মামলা করেন তিনি। মামলাটি আমলে নিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছে আদালত। শিল্পী ১শ’ ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন। তিনি জানান, ক্ষতিপূরণের প্রাপ্ত অর্থ স্কুলের শিশুদের চিত্রকর্ম প্রশিক্ষণে খরচ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments