শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসাহিত্যবিদ্রোহী কবিতার প্যারোডি করায় প্রতিবাদের ঝড়

বিদ্রোহী কবিতার প্যারোডি করায় প্রতিবাদের ঝড়

সাংস্কৃতিক প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ কবিতার প্যারোডি রূপ দিয়ে বাজারে ছেড়েছেন দুজন তথাকথিত বাচিক শিল্পী। সমকালের দুর্যোগ করোনা এবং ত্রাণচোরদের কটাক্ষ করা হয়েছে প্যারোডিতে। কবিপৌত্রী খিলখিল কাজী তাঁর টাইমলাইনে প্রতিবাদ জানিয়ে একাধিক পোস্ট দিয়েছেন।

এছাড়া প্রতিবাদ জানিয়েছেন প্রধান স্থপতি শামীম আমিনুর রহমান, কবি জাহিদুল হক, শিল্পপতি গোলাম ফারুক, শিল্পী সুমন হাফিজ, কবি গোলাম কবির, গবেষক ফরিদা মজিদ, কবি-গবেষক আবু হেনা আবদুল আওয়াল, কণ্ঠশিল্পী জহুরুল হাসান সোহেল, সঙ্গীতানুরাগী অসিত দাশ মনটু, আবৃত্তিশিল্পী সীমা ইসলাম, কণ্ঠশিল্পী গোলাম হায়দার, শিল্পী রুমী আজনবী, নজরুল-কর্মী রফিক সুলায়মান প্রমুখ।

বিদ্রোহী কবিতার শতবর্ষের প্রাক্কালে কোন অশুভ মহলের ইঙ্গীতে এই ন্যাক্কারজনক উদ্যোগটি নেয়া হলো তাঁরা জানতে চান। এদিকে পশ্চিম বঙ্গের কয়েকজন বিদগ্ধ মানুষও এই প্রতিবাদে সামিল হয়েছেন। উল্লেখ্য আগামী ২০২১ সাল বিদ্রোহী কবিতার শতবর্ষ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments