শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসাহিত্যআমি একজন যোদ্ধা: নুরুন্নাহার চৌধুরী কলি

আমি একজন যোদ্ধা: নুরুন্নাহার চৌধুরী কলি

আমি জীবনের সাথে যুদ্ধ করতে করতে প্রতিনিয়ত বেচেঁ আছি। তাই জীবন আমার কাছে যুদ্ধ ক্ষেত্র ছাড়া আর কিছু না। এ জীবনে কি পেয়েছি আর কি হারিয়েছি তা নিয়ে আমার কোনো মাথা ব‍্যথা নেই। এই জীবনের অনেক কিছু আমি কাছ থেকে দেখেছি। আমি দেখেছি কীভাবে স্বার্থের টানে কাছের মানুষ গুলো দূরে চলে যায়। আমি জীবনে পেয়েছি একটু বেশি পেয়েছি কাছের মানুষের অবজ্ঞা আর অবহেলা। তার হিসাব না হয় নাই করলাম। আমি জীবনের সাথে যুদ্ধ করতে কখনও ক্লান্ত হয়ে পরি না। আমাকে হাল ছাড়লে চলবে না। আমি দেখতে চাই কীভাবে জীবনে জয়ী হওয়া যায়। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল করোনার মাঝে। এই সময়টা সবারই খারাপ ছিলো। কিন্তু লকডাউনের সময়টার মাঝে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। আমি ছিলাম একজন গণমাধ্যমকর্মী যার কারণে আমার কোনো ছুটি ছিল না। কিন্তু আমি আমার দায়িত্ব থেকে একটু পিছ পা হইনি। আমি প্রতিদিন বাসা থেকে এক ঘন্টা হেঁটে অফিসে গিয়েছি। আমি আমার ডিউটি করেছি। কিন্তু আমি আমার নায্য এখনো পাইনি। তাও আমি হাল ছাড়িনি। আমি এখনো যুদ্ধ করছি। হয়তো কোনো একদিন আমার জীবনে সাফল্য আসবে। তবে প্রতি হতাশ হলে চলবে না। আমাদের সমাজে কিছু মানুষ যারা প্রতিনিয়ত আপনাকে আয়োজন করে আপনাকে অপমান করবে। যাতে আপনি জীবনে সফল হতে না পারেন এই চেষ্টা করবে। কিন্তু আপনাকে এইসব কথা শুনলে চলবে না। আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে। কারণ আপনার কিসে ভালো হবে তা একমাএ আপনি ছাড়া কেউ বুঝবে না। কাউকে আপনার কষ্টের গল্পও শুনাতে যাবে না কারণ মানুষের কাছে কথাগুলো শুধু গল্পই মনে হবে। আপনাকে নিয়ে উপহাশ করবে। আবার কেউ করুণা করবে। কী দরকার নিজেকে অন্যের কাছে করুণার পাত্র করার? আপনার ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। অসম্ভব তো তাদের জন্য যারা কখনো চেষ্টাও করে নি। সবসময় আমি পারবো এই মনোভাব নিয়ে চলতে হবে। নিজের লক্ষ্যে সর্বদা স্থির থাকতে হবে। সবসময় সত্যের পথে চলতে হবে কেননা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আর মনের মাঝে সবকিছু জয় করার সাহসিকতা রাখতে হবে। আপনি চেষ্টা চালিয়ে যান সাফল্য একদিন না একদিন আপনার কাছে ধরা দিবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র সময়ই বলে দিবে আপনি কতোটা সফল। হতাশ বা আত্মহত্যা নয় জীবনকে ভালোবাসুন হয়তো জীবন আপনাকে সেরা উপহারটি দিতে পারে। আর জীবনকে প্রতিনিয়ত উপভোগ করতে শিখুন। জীবনে অনেক খারাপ সময় আসবে কিন্তু সেগুলো চিরস্থায়ী নয়। মাথা ঠান্ডা রেখে এই পরিস্থিতি গুলো মোকাবেলা করতে হবে। মানুষকে মানুষ হিসাবে মূল‍্যায়ন করুন। অন্তরে প্রেম জাগান আপনি এমনিতে সুখী হতে পারবেন। এই কথাটা মনে রাখতে হবে ত‍্যাগের মাঝেই সুখ ভোগে না।

লেখক : (নুরুন্নাহার চৌধুরী কলি) শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments