সদরুল আইন: শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা। আজ বেলা ১১টার পর তারা শপথ নেন। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন প্রথমে নিজে শপথ নেন। এরপর তিনি অন্য সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অবশ্য বিএনপিসহ ঐক্যফ্রন্টের নির্বাচিত ৭ সংসদ সদস্য শপথ নেননি।
বুধবারই এ বিষয়ে প্রস্তুতি নিতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করার পরই বুধবার নতুন এমপিদের ফোন করে শপথের কথা জানিয়ে দেয়া হয়।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়। নির্বাচন কমিশন ঘোষিত ২৯৮ আসনের ফলাফল অনুসারে, ২৮৮টিতে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি তিন, জাসদ দুই, বিকল্পধারা দুই, তরিকত ফেডারেশন এক, জাতীয় পার্টির (জেপি) একজন জয়ী হয়েছেন।
বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি (বিএনপি পাঁচ, গণফোরাম দুই) আসন। স্বতন্ত্রসহ অন্যরা জয় পেয়েছেন তিনটি আসনে।