শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়চামড়া রপ্তানীর দ্বার উন্মুক্ত করে দেয়ায় দাম ভালো হবে: বাণিজ্যমন্ত্রী

চামড়া রপ্তানীর দ্বার উন্মুক্ত করে দেয়ায় দাম ভালো হবে: বাণিজ্যমন্ত্রী

জয়নাল আবেদীন:চামড়া রপ্তানীর দ্বার উন্মুক্ত করে দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চামড়া রপ্তানীর ফলে তৃণমূলে দাম ভালো পাবে। রপ্তানীকারকরা চাইলে চামড়া রপ্তানী করতে পারবেন। বুধবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদেরসাথে আলাপ কালে এসব কথা বলেন। টিপু মুনশি বলেন, চামড়া বাজারের কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে একটি দাম নির্ধারণ করে দেয়া হয়েছিল। ট্যানারী মালিক ও চামড়া ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হয়েছিলো যেন তারা নির্ধারিত দামে চামড়া কিনে। আমরা ঈদের দিন থেকে লক্ষ্য করলাম যে চামড়ার দাম গ্রহণযোগ্য পর্যায়ে নেই। এভাবে চলতে পারে না, তাৎক্ষনিকভাবে চামড়া রপ্তানীর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও বলেন, মূলত কোরবানীর চামড়া মসজিদ-মাদ্রাসায় দান করা হয়। সেই চামড়া অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে। ইউনিয়ন-উপজেলা পর্যায়ে ব্যবসায়ীরা চামড়া লবন দিয়ে কিছু দিনের জন্য সংরক্ষণ করতে পারলে রপ্তানীর জন্য ভালো দাম পেতে পারেন। যখনই ভালো কিছু করার চেষ্টা করি তখন কিছু ব্যবসায়ীরা তার সুযোগ নেয়। তাই আমরা চামড়া রপ্তানী করার অনুমতি দিয়েছে। সরকার গরীবের হক মারছে বিএনপির এমন মন্তব্যে ব্যাপারে টিপু মুনশি বলেন, সমালোচনা করাই হচ্ছে বিএনপি’র কাজ। ভালো কাজ কখনোই তাদের চোখে পড়ে না। সমুদ্র জয় যখন হয়েছিলো তখন প্রাথমিক ভাবে তারা ইতিবাচক মন্তব্য করলেও পরে নেতিবাচক মন্তব্যে ঘুরে দাঁড়ায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments