শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়রেলওয়ের জমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে: রেলমন্ত্রী

রেলওয়ের জমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে: রেলমন্ত্রী

মহিনুল ইসলাম সুজন: নীলফামারীর সৈয়দপুরে রোববার(৮সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় থেকে ঢাকায় যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন বলেন, বাংলাদেশ রেলওয়ের প্রয়োজনে অবৈধ দখলকৃত জমিসহ কোয়াটার বাংলো থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে। সে সাথে সকল রেলওয়ের ভূসম্পত্তি রেগুলারাইজ করা হবে। রেলওয়ের উন্নয়নের জন্যই এটা করা হচ্ছে। পরবর্তীতে এগুলো ধীরে ধীরে শৃঙ্খলার মধ্যে আনার জন্য ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী বলেন, এবার উচ্ছেদ নোটিশ দেওয়ার ফলে যারা দালালদের মাধ্যমে অবৈধভাবে দখল করে আছে তারা নতুন করে লীজ দেয়ার জন্য আবেদন করবে। যারা অবৈধভাবে আছেন তাদের আবেদনের সুযোগ আছে। দালালমুক্ত হয়ে তারা আবেদন করলে সরকার তাদের আবেদন ভেবে দেখবে। রেলওয়ের জমি ও অন্যান্য স্থাপনা নানা ভাবে বেদখল হয়ে গেছে। আমাদের উন্নয়নের সাথে সাথে রেলওয়ের যেসকল জমি অবৈধভাবে দখলদারদের কবলে রয়েছে সেগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। যারা রেলওয়ের জমি বা কোয়াটার দখল বা বিক্রির সাথে জড়িত আছেন তাদের কাছ থেকে দখল জমি ও কোয়াটার উদ্ধার করা হবে। জমি দখল ও কোয়াটার বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। বার বার উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হলেও তা বার বারই থমকে যায়। কিন্তু এবার কোনভাবেই উচ্ছেদ অভিযান বন্ধ করা হবেনা। এসময় তার সাথে বিমানবন্দরে উপস্থিত ছিলেন, নীলফামারী-১(ডোমার- ডিমলা)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদলসহ অনেকেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments