বাংলাদেশ প্রতিবেদক: রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে বিষয়টি খোলাসা করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে এই প্রশ্ন করেন।
জবাবে তিনি আসিফ বলেছেন, ‘এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব আমি।’
গণঅভ্যুত্থানের অন্যতম এই সাবেক সমন্বয়ক বলেন, ‘আমার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে। তারা মনে করেন আমরা দেশের জন্য দীর্ঘ মেয়াদে কাজ করব। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হব, তা নির্ধারণের সময় এখনো আসেনি।’
জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। পরে কয়েকবার বিভিন্ন মন্ত্রণালয়ে রদবদল হয়ে তিনি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।