সদরুল আইন: অভ্যন্তরীণ অনিয়মের কারণে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আজ প্রশ্নের সম্মুখীন। সাম্প্রতিক সময়ে শূন্য পদের বিপরীতে কর্মচারি নিয়োগ পরীক্ষা সম্পর্কিত কোন বিষয়ই কমিশনকে অবহিত করা হয়নি বলে অভিযোগ করেন কমিশনার মাহবুব তালুকদার।
আজ দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিং-এ অভিযোগ করেন তিনি। মাহবুব তালুকদার বলেন, ৩৩৯ জনকে নিয়োগ দিতে ৮৫ হাজার পরীক্ষার্থীর আবেদন যাচাই বাছাই ও পরীক্ষার আয়োজন করতে ইসি সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগকে ৪ কোটি ৮ লক্ষ টাকা প্রদান করে।
কিন্তু কতজন পরীক্ষককে, কিভাবে টাকা প্রদান করা হয়েছে তার কোন হিসাব কমিশনের কাছে নেই।
এমনকি নিয়োগ কমিটির সদস্যরাও এ বিষয়ে অবহিত নন। নির্বাচন কমিশনে নিয়োগের ব্যাপারে নির্বাচন কমিশনারদের কিছু না জানানোকে সংবিধানের লঙ্ঘন বলেও মনে করছেন মাহবুব তালুকদার।