শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়সীমান্তে অনুপ্রবেশ করে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

সীমান্তে অনুপ্রবেশ করে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

বাংলাদেশ প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর ফরহাদপুর নির্মলচর এলাকায় অনুপ্রবেশ করে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ভারতের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার টিকলীচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা পদ্মায় মাছ ধরে গ্রামে ফেরার সময় দুই বাংলাদেশি জেলে আব্দুর রহিম (৫০) ও ওমর আলীকে (৩২) ধরে নিয়ে যায়।

আব্দুর রহিম গোদাগাড়ীর প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের আবু বাক্কারের ছেলে ও ওমর আলী একই গ্রামের মৃত মোশাররফ হোসেনের পুত্র। আটকের সময় তাদের কাছে জাল ছিল।

স্থানীয় মাটিকাটা ইউপির ১নং ওয়ার্ড সদস্য নয়ন আলী জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মাছ ধরা শেষে নির্মলচরের সামাজিক বনায়ন এলাকা দিয়ে হেঁটে গ্রামের দিকে আসছিলেন ওই দুই জেলে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের টেনে-হিঁচড়ে ভারতের ভেতরে নিয়ে যায়।

এ দিকে এলাকাবাসী ঘটনার পর বিজিবির প্রেমতলী সীমান্ত ফাঁড়িতে গিয়ে খবর দেন। পরে বিজিবি দুই বাংলাদেশিকে ফেরত চেয়ে বিএসএফের কাছে বার্তা পাঠিয়েছে বলে জানা গেছে।

এ দিকে এলাকাবাসীর অভিযোগ, রাজশাহীর কয়েকটি সীমান্তে বিএসএফ বাড়াবাড়ি আচরণ করছে। তবে এই বিষয়ে প্রেমতলী বিজিবি ফাঁড়ির কারো বক্তব্য পাওয়া যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments