শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়বন্যায় ৩৩ জেলায় ২২৬ জনের মৃত্যু

বন্যায় ৩৩ জেলায় ২২৬ জনের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় বন্যার পানিতে ডুবে আরো চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মানিকগঞ্জে তিনজন ও কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়। এনিয়ে দেশের ৩৩ জেলায় চলমান বন্যা দুর্যোগে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২২৬ জনে দাঁড়িয়েছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এ সংখ্যা ১৯০ জন। এছাড়া ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ২০ জন এবং অন্যান্য কারণে দু’জনের মৃত্যু হয়। গত ৩০শে জুন থেকে গতকাল পর্যন্ত এসব মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

বন্যা দুর্যোগে মৃত ২২০ জনের মধ্যে লালমনিরহাটে ১৭ জন, কুড়িগ্রামে ২৩ জন, গাইবান্ধায় ১৫ জন, নীলফামারীতে দুইজন, রংপুর তিনজন, সুনামগঞ্জে আটজন, সিরাজগঞ্জে ১৫ জন, বগুড়ায় একজন, জামালপুরে ৩২ জন, টাঙ্গাইলে ৩৭ জন, রাজবাড়ীতে ৩জন, মানিকগঞ্জে ২৩ জন, ফরিদপুরে ১ জন, নেত্রকোনায় ৭ জন, নওগাঁয় ২ জন, কিশোরগঞ্জে ১১জন, ঢাকায় ৯জন, শরীয়তপুরে ৩জন, মুন্সিগঞ্জে ৬জন, গাজীপুরে ৬জন এবং গোপালগঞ্জে ২জনের মৃত্যু হয়।

বর্তমানে দেশের ৩৩টি জেলার ২৬৯টি উপজেলার দুই হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে এক হাজার ৭৮টি ইউনিয়ন বন্যা আক্রান্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের দুই হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্ত জেলাগুলোতে এ পর্যন্ত ডায়রিয়ায় ১৮ হাজার ৫৯ জন, শ্বাসতন্ত্রের প্রদাহে (আরটিআই) ৫ হাজার ৯০০ জন, বজ্রপাতে ৪৭ জন, সাপের কামড়ে ৬৮ জন, পানিতে ডুবে ২১৩ জন, চর্মরোগে ১১ হাজার ৭৭৫ জন, চোখের প্রদাহে ১ হাজার ২৮২ জন, আঘাতপ্রাপ্ত ১ হাজার ৪৯ জন ও অন্যান্য রোগে ১৫ হাজার ৩১৩ জন মোট ৫৩ হাজার ৫৭০ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments