বুধবার, মে ৮, ২০২৪
Homeজাতীয়বারবার বিদ্যুৎকেন্দ্রে আগুন, অবহেলার অভিযোগ

বারবার বিদ্যুৎকেন্দ্রে আগুন, অবহেলার অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: কখনো বিদ্যুৎকেন্দ্র, আবার কখনো সঞ্চালন গ্রিড উপকেন্দ্র – একের পর এক আগুনের ঘটনায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা। ঠিকঠাক নকশা না হওয়া, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব, দায়িত্বে অবহেলা আর অদক্ষতাকেই নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের অন্তরায় মনে করেন বিশেষজ্ঞরা। যার কারণে প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা আধুনিকায়নে কোম্পানিগুলোকে তাগিদ দিলেও বাস্তবায়ন হয়নি সেসব।

ময়মনসিংহে কেওয়াটখালী গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার দুই মাসের মাথায় আবারো প্রশ্নের মুখে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা। এবার সিলেটের কুমারগাঁও সঞ্চালন গ্রিড উপকেন্দ্রে আগুন পুড়ে গেছে প্রধান ট্রান্সফরমার। এর বাইরেও বিভিন্ন সময়ে শিরোনাম হয়েছে বিদ্যুৎকেন্দ্র ও সঞ্চালন লাইনের ত্রুটি এবং আগুন লাইন লাগার বিষয়টি।

বারবার এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রশ্ন উঠছে কেন্দ্রর নকশা ঠিক আছে কিনা? নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়েছিলো কিনা? এমনকি দায়িত্বশীল প্রকৌশলীদের দায়িত্বে গাফিলতির বিষয়টিও বার বার সামনে আসছে।

আরও পড়ুনঃ সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

এদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানালেন সঞ্চালন লাইনসহ পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আধুনিকায়ন, ত্রুটিমুক্ত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে তাগিদ দেয়া হচ্ছে।

তিনি বলেন, সব কিছুর আপডেট করতে বলা হয়েছে। সব ধরনের নির্দেশনাও দেয়া হয়েছে পিডিবিকে। করোনার কারণে হয়তো কিছুটা ধীর হচ্ছে। গত দুই তিন বছরই তাদেরকে এসব বলা হচ্ছে।

আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments