বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeজাতীয়'আন্দোলনের মাধ্যমে মানবিকতা অর্জন করা যায় না, আইন তার নিজের গতিতে চলবে’

‘আন্দোলনের মাধ্যমে মানবিকতা অর্জন করা যায় না, আইন তার নিজের গতিতে চলবে’

বাংলাদেশ প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমে মানবিকতা অর্জন করা যায় না। আইন তার নিজের গতিতে চলবে।’

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর আওয়ামী লীগ আয়োজিত এক দাতব্য অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গত বছরের মার্চে প্রধানমন্ত্রী আমাকে খালেদা জিয়ার বিষয়টি দেখার জন্য বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কারণেই দণ্ড স্থগিত হয়ে খালেদা জিয়া এখন বাসায় আছেন।’

আনিসুল হক বলেন, ‘হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়া যাবে না সেটা আমরা বলছি না। বিএনপির পক্ষ থেকে বিদেশ যাওয়ার জন্য যে দাবি করা হয়েছে সেটিও আমরা খতিয়ে দেখেছি। কিন্তু আবেদনে তো আর দুই রকমের সিদ্ধান্ত দেয়ার সুযোগ নেই।’

মন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন সময়ে করা খালেদার ‘আচরণের’ কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘ছেলে মারা যাওয়ার পর সান্ত্বনা দিতে খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন মমতাময়ী প্রধানমন্ত্রী। কিন্তু তখন খালেদা জিয়ার বাসার দরজা আটকে রাখা হয়।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments