সোমবার, মে ২০, ২০২৪
Homeজাতীয়রংপুর সিটি কর্পোরেশন উন্নয়ন বৈষম্যের শিকার:মেয়র মোস্তফা

রংপুর সিটি কর্পোরেশন উন্নয়ন বৈষম্যের শিকার:মেয়র মোস্তফা

জয়নাল আবেদীন : রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন রংপুর সিটি কর্পোরেশন উন্নয়ন বৈষম্যের শিকার ।

রাজশাহী সিটি কর্পোরেশন মাত্র ৭৪ বর্গ কিলোমিটার সেখানে গত ৫ বছরে ৪ হাজার ৮শ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে পাশাপাশি রংপুর এতো বড় সিটি সেখানে বাজেট দেয়া হয়েছে মাত্র ৩শ৯০ কোটি টাকা। এটা কি ধরনের বৈষম্য ।

শনিবার রাতে রংপুর নগরীর লালবাগ বাজার দোকান মালিক সমিতি এবং কারমাইকেল শিক্ষার্থী পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি । অনুষ্ঠানে কারমাইকেল বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা নির্বাচিত হওয়ায় এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

মেয়র বলেন আমাদের বাজেট কেটে অন্য কোথাও দেয়া কি ঠিক। তিনি আক্ষেপ করে বলেন আমরা ২০২১ সালে ১৯শ৮০ কোটি টাকার বাজেট প্রপোজাল পাঠিয়েছি ২০২১,২২,২৩ সাল পার হলেও এর কোন খবর নেই। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মেয়র বলেন, আপনি গোপালগঞ্জের কিংবা নিদিষ্ট কোন স্থানের প্রধানমন্ত্রী নন আপনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি সমান থাকতে হবে। সমহারে বন্টন করতে হবে। রংপুরে ৩৩ টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশন গঠিত ১৫টি আগের বর্ধিত ১৮টি যেখানে সংযোগ, রাস্তা, ড্রেন কিছুই নেই। কোথা থেকে এসবের কাজ হবে তাই সমান বরাদ্দ দাবি করছি।

মেয়র মোস্তফা বলেন আগামী একমাসের মধ্যে রংপুর নগরীর ঐতিহাসিক ্ লালবাগ বাজার উন্নয়নের কাজ শুরু হবে। কোন প্রজেক্ট হোক আর না হোক, প্রয়োজনে নিজস্ব অর্থায়নে কাজ শুরু হবে। এটা লালবাগ এলাকার দাবি, লালবাগ বাজার রংপুরের ঐতিহ্য বহণ করে। তাই এর উন্নয়ন আবশ্যক। এমপি মন্ত্রীদের উদ্যেশ্যে রসিক মেয়র মোস্তফা বলেন, আপনারা জনগনের প্রতিনিধি মহান সংসদে জনগনের দাবির কথা বলেন। জনগনের জন্য বলেন। তাহলে উন্নয়ন সম্ভব হবে। লালবাগ বাজার দোকান মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, তানভীর হোসেন আশরাফী লালবাগ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments