বাংলাদেশ প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র , পাট ও নৌ পরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বন্যায় ক্ষতির পরিমান দেখে যারা প্রাপ্য তারা অবশ্যই সাহায্য পাবে। এ বিষয়ে আলোচনা করে সরকার ব্যবস্থা নেবে।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ওষুধ বিতরণ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এসময় বিভিন্ন বয়সের মানুষের স্বাস্থ্যসেবা সম্পর্কে খোঁজ খবর নেন উপদেষ্টা।
পরে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে উপদেষ্টা জানান, একটি বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছে এ সরকার। জেলার বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এসময় সেনাবাহিনীর কর্মকর্তা ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।