বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Homeখেলাধুলামিরাজের ৫ উইকেট, পাকিস্তানকে ২৭৪ রানে থামাল বাংলাদেশ

মিরাজের ৫ উইকেট, পাকিস্তানকে ২৭৪ রানে থামাল বাংলাদেশ

বাংলাদেশ প্রতিবেদক: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অলরাউন্ডারের ফাইফারে স্বাগতিকদের ধসিয়ে দিয়েছে টিম টাইগার্স।

টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করেছেন টাইগার বোলাররা। ৮৫.১ ওভারে ২৭৪ রানে থেমেছে পাকিস্তানের ইনিংস।

মেহেদী হাসান মিরাজ ২২.১ ওভার বল করেছেন। দুই মেডেনসহ ৬১ রান খরচায় উইকেট নিয়েছেন ৫টি। ১৭ ওভারে দুই মেডেনসহ ৫৭ রান খরচায় তিন উইকেট নেন তাসকিন আহমেদ। এছাড়া সাকিব আল হাসান ও নাহিদ রানা একটি করে উইকেট নেন।

পাকিস্তানের হয়ে ফিফটি পেয়েছেন তিন ব্যাটার। সাইম আইয়ুব ১১০ বলে ৫৮, শান মাসুদ ৬৯ বলে ৫৭ এবং শেষ দিকে আগা সালমান ৯৫ বলে ৫৪ রান করেন। বাকীদের মধ্যে বাবর আজম ৩১, মোহাম্মদ রিজওয়ান ২৯ রান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments