বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeরাজনীতিকূটনীতিকদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি: ড. কামাল

কূটনীতিকদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি: ড. কামাল

বাংলাদেশ প্রতিবেদক: জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেছেন, কূটনীতিকদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি। আজ বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের গুলশানের বাসায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে বেরিয়ে আ স ম আবদুর রব জানান, তারা চায়ের দাওয়াতে এসেছিলেন। সেখানে সামাজিক, পারিবারিকসহ রাজনৈতিক আলোচনাও হয়েছে। তবে ঠিক কি বিষয়ে আলোচনা আর কূটনীতিকরা কি বলেছেন তা স্পষ্ট করেননি তিনি।
বৈঠকে জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতাদের মধ্যে গণফোরামের ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসসির আ স ম রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীসহ কয়েকজন উপস্থিত আছেন। কূটনীতিকদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডসসহ অন্তত দশটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বৈঠকের বিষয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments