শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজনীতিছাত্রদল নেতা সহেলের অবস্থা আশঙ্কাজনক

ছাত্রদল নেতা সহেলের অবস্থা আশঙ্কাজনক

বাংলাদেশ প্রতিবেদক: ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা মো. খোরশেদ আলম সহেলের অবস্থা আশঙ্কাজনক। গত ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তিন সদস্য সহ কমপক্ষে ১২ জন আহত হয়।

এঘটনায় গুরুতর আহতবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় কয়েকজন ছাত্রদল নেতাকে। তাদের মধ্যে একজন ডাকসু-১৯ এর এজিএস প্রার্থী খোরশেদ আলমের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।

সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে ছাত্রলীগ সভাপতি সনজিতের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করে ছাত্রদল। এতে বেধড়ক মার খেয়ে রাস্তায় লুটে পড়েন খোরশেদ। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

ছাত্রদল সূত্রে জানা যায়, ডাকসুর এজিএস পদপ্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. খোরশেদ আলম সহেলের কিডনির সিরাম ক্রিয়েটিনিন লেভেল বেড়ে ৩.২ হওয়ায় শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে।

এতে সংগঠনের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments