বাংলাদেশ প্রতিবেদক: প্রধান উপদেষ্টার নামে থাকা মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রিজভী।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই প্রশ্ন রাখেন তিনি।
‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর?’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন-এনআরএফ। জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভায় যোগ দেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন– সরকারের এমন বক্তব্য বিভ্রান্তিমূলক।’
আলোচনা সভায় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম প্রমুখ উপস্থিত ছিল। দ্রুত ভোট আয়োজনের দাবি জানিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে একটি মহল।
সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা।