শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজনীতিবঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে তারাই হামলা চালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে তারাই হামলা চালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারাই এ হামলা চালিয়েছে। যারা স্বাধীনতাবিরোধী শক্তি তারাই হামলা চালিয়েছে। তারা মানুষ নয়, পশুর থেকেও অধম। যে ঘটনা ঘটেছে তা কোনো ধর্মের মানুষ করতে পারে না। কেন না কোনো ধর্মে এমন হামলা ও ভাংচুর সমর্থন করে না।’

বৃহস্পতিবার রাত ১০টার দিকে চৌমুহনী পৌরসভা হলরুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। যারা এ কাজ করেছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। তাদের আটক করতে প্রশাসনকে সহযোগিতা করেন। যেন এমন ঘটনা আর না হতে পারে। আল্লাহ তায়ালা কোরআনে অসংখ্য জায়গায় বিধর্মীদের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন।

নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মামুনুর রশীদ কিরণ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল, পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ডা: এ বি এম জাফর উল্যাহ চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল প্রমুখ।

উল্লেখ্য, একই দিন সন্ধ্যার দিকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত উপাসণালয়গুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সহিংসতায় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার অনুদান তুলে দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments