শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজনীতিআমরা ওবায়দুল কাদেরের কথার গুরুত্ব দেই না: মির্জা ফখরুল

আমরা ওবায়দুল কাদেরের কথার গুরুত্ব দেই না: মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ওবায়দুল কাদেরের কথায় গুরুত্ব দেই না। কারণ, তার সিদ্ধান্ত নেয়ার কোনো ক্ষমতা নেই। সব বিষয়ে সিদ্ধান্ত শেখ হাসিনাই নেন।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাথে মতবিনিময়কালে নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমরা এখন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবছি না। আমরা ভাবছি নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে। আমাদের অবস্থান পরিস্কার করেছি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সেইসাথে বর্তমান নির্বাচন কমিশনকেও পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হতে হবে।

বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেয়ার প্রসঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করে আরো বলেন, একজন প্রধানমন্ত্রী সাবেক একজন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সম্পর্কে এমন কথা বলতে পারেন! আমরা এর তীব্র নিন্দা জানাই। শুধু বেগম জিয়া নন; বরেণ্য একজন অর্থনীতীবিদকে (ড. ইউনুস) নিয়েও এমন মন্তব্য করায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments