বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeরাজনীতিদেশে আর কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না: কৃষিমন্ত্রী

দেশে আর কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না: কৃষিমন্ত্রী

আবুল কালাম আজাদ: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার না হলে তাঁরা নির্বাচনে অংশ নেবে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আর কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এসব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কথা বলছে, এটা কি বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ- সাংবাদিকদের এমন প্রশ্নেœর উত্তরে তিনি আরোও বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। সে হিসেবে আমরাও চাই বিএনপিসহ সকল ছোট বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবে। নির্বাচনে না যাওয়ার জন্য কেউ যেনো উস্কানি না দেয় সে জন্য আমেরিকার অ্যাম্বাসেডর কিংবা পৃথিবীর যে কোন দেশের অ্যাম্বাসেডর বলছে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। শুধু তারা বললে হবে না । আমরাও চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করব নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালের জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে আবারও বিপুল ভোটে জয় লাভ করে আওয়ামী লীগ সরকার গঠন করে। বর্তমানে উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ খাদ্য ঘাটতি সম্পন্ন দেশ ছিল। বর্তমানে দেশে কোন খাদ্যে ঘাটতি নেই। বর্তমানে দেশে কোন মঙ্গা ও খাদ্য নিয়ে হাহাকার নেই। মানুষের জীবন যাত্রার মান এখন উন্নতি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে আবারও একটি নির্বাচনের দিকে আমরা যাচ্ছি।

বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু ও শামছুল হক প্র্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments