বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeরাজনীতিবিএনপি দেশে খুন-গুমের রাজনীতি সৃষ্টি করেছিল : আ.স.ম ফিরোজ

বিএনপি দেশে খুন-গুমের রাজনীতি সৃষ্টি করেছিল : আ.স.ম ফিরোজ

অতুল পাল: জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি বলেছেন, ১৯৭৫ সালের পর জিয়াউর রহমান দেশে খুন-গুমের রাজনীতি চালু করেছিল। বইয়ের পরিবর্তে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। ধর্মকে ব্যাবহার করে দেশের সহজ-সরল মানুষের মনে আঘাত দিয়েছিল। গায়ের জোড়ে অবৈধ সংসদে ইনডেমনিটি আইন পাস করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের বিচারের পথ রুদ্ধ করেছিল।

এদেশের মানুষকে বোকা ভেবে খালেদা জিয়া বলেছিল, আওয়ামী লীগ সরকারে থাকলে মসজিদে উলুধ্বণি হবে। এধরণের অপপ্রচারে কোন কাজে হয়নি। দেশি-বিদেশি ষরযন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গ্রেনেড হামলা করেছিল। কিন্তু আল্লাহর অসীম দয়ায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। ধর্মকে ব্যাবহর করে দেশের সাধারন মানুষকে বিব্রত করা বিএনপির মজ্জাগত অভ্যাস। নির্বাচন এলেই ধর্মকে হাতিয়ার করে অপপ্রচারে মেতে ওঠে বিএনপি। দেশকে অরাজকতার মধ্যে ঠেলে দেয়। আওয়ামী লীগ জনগণের দল। জনগণই আওয়ামী লীগের ভাগ্য নির্ধারন করেন। আওয়ামী লীগ ঠুনকো কোন রাজনৈতিক দল নয়। এখন দেশের জনগণ দেখছেন আওয়ামী লীগ আমলে মসজিদে উলুধ্বণি হয়না। বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আগুণ দিয়ে মানুষ হত্যা করার দু:সহ যন্ত্রণার কথা এদেশের মানুষ ভুলেনি। জনগণ ভুলেনি বিএনপি-জামায়াতের অত্যাচার নির্যাতনের বিভিষিকাময় সময়ের কথা।

আ.স.ম. ফিরোজ আরো বলেন, বাবা, মা, ভাই, ভাবীদের হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোককে শক্তিতে রুপান্তর করে দেশ সেবায় আতœনিয়োগ করেছেন। সাধারন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একের পর এক প্রকল্প হাতে নিয়ে সফলতার সাথে বাস্তবায়ন করে যাচ্ছেন। এরফলে দারিদ্রতা অনেকাংশে কমে গেছে। আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে। শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। তাবদ দুনিয়ার সাথে পাল্লা দিয়ে দেশ আজ উন্নয়নের মহাসড়কে চলমান রয়েছে। এটা কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই করে দেখাতে পেড়েছে। ২০৪১ সালের মধ্যে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না। তখন দেশ হবে স্মার্ট বাংলাদেশ। আজ রবিবার বেলা ১০টায় বাউফল উপজেলা মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ২০২২-২-২৩ অর্থবছরে ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় আ.স.ম. ফিরোজ ওই মন্তব্য করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সাবে মুক্তিযোদ্ধ কমান্ডার সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লেিগর যুগ্ন সাধারন সম্পাদক অনিচুর রহমান, জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সিরাজ প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments