বাংলাদেশ ডেস্কঃ শনিবার (৬ জানুয়ারি) ভোর ছয়টা থেকে শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশব্যাপী এ হরতাল চলবে সোমবার ভোর ছ’টা পর্যন্ত। হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।
রাজধানীর পরীবাগ থেকে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, একতরফা নির্বাচন আয়োজন করতে যানবাহনে আগুন দেয়ার মতো পুরানো খেলায় মেতেছে সরকার।
তিনি বলেন, ক্ষমতাসীনরা সন্ত্রাসের ওপর ভর করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। হরতালের সমর্থনে পুরানা পল্টন মোড় থেকে দৈনিকবাংলা পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
নির্বাচন বর্জনের দাবিতে ও হরতালের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টন এলাকায় এবং ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল হয়। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে মালিবাগ বাজার-বিশ্বরোডে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়।
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের তত্ত্বাবধানে ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর, ওয়ারি, গেন্ডারিয়া, কোতয়ালি এবং বংশাল এলাকা নিয়ে গঠিত জোন-৬ এর বিএনপি নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করে। খন্ড খন্ড মিছিল হয় এলাকার বিভিন্ন জায়গায়।
এতে স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় কবি নজরুল কলেজের ছাত্রদল সভাপতি সাঈদসহ ৪জনকে আটক করে পুলিশ।