রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeরাজনীতিসাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

জয়নাল আবেদীন: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে নিহত মুন্না হত্যা মামলার আসামী সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামিন না মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকেলে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে নেয়া হয়। এ সময় আসামী পক্ষের আইনজীবি নুরুজ্জামান আহমেদের জামিন আবেদন করলে বিচারক দেবী রানী রায় তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেয়। এ তথ্য নিশ্চিত করেছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান।

এদিকে নুরুজ্জামান আহমেদকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় এবং আদালত থেকে কারাগাওে পাঠানো হয়। আসামী পক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী’র বয়স ৭৬বছর। তিনি একজন সম্মানীত ব্যক্তি। স্থানীয় প্রতিনিধি ও জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি। সে হিসেবে তার জামিন চেয়েছি। কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। ডিভিশন চেয়েছি আদালত বলেছেন পরবর্তিতে আদেশ দেবেন।

উল্লেখ্য, ৩১ জানুয়ারী রাতে নগরীর সেন্ট্রাল রোডস্থ পোস্ট অফিস সংলগ্ন এক আত্মীয়র বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।পরদিন শুক্রবার সকালে নুরুজ্জামান আহমেদকে আদালতে হাজির কওে পুলিশ ১৫ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments