শনিবার, মার্চ ১৫, ২০২৫
Homeরাজনীতিযারা বলেন সংস্কার শেষ না করে কোন নির্বাচন হবে না, তারা জনগনের...

যারা বলেন সংস্কার শেষ না করে কোন নির্বাচন হবে না, তারা জনগনের রায়কে ভয় পায়: আহমেদ আযম

আব্দুল লতিফ তালুকদার: ১৭ বছর এক ফ্যাসিবাদীর বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য কাজ করেছি। এখন দেখি সরকারের ভেতরে বাইরে শত্রু। আগে ছিলো এক শত্রু, এখন গণতন্ত্র ও ভোটের শত্রু চতুর দিকে। আমরা কোন শত্রুকে ভয় পাই না। আমাদের সাথে ১৮ কোটি জনগণ আছে। ড. ইউনুসকে বলতে চাই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কোটি কোটি বিএনপির নেতাকর্মী আছে। সারা জাতি আছে আপনার সাথে। ষড়যন্ত্রকারীরা আবারো  ভোটের অধিকার কেড়ে নিতে চায়। তারা গণতন্ত্র বিরোধী তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি’র  মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খাঁন।

শনিবার বিকেলে উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যােগে এ সমাবেশে আরো বলেন, আমরাও বলেছি অত্যাবশ্যকীয় সংস্কার করে এ বছরের শেষের দিকে নির্বাচন।  আজকে শুনলাম কেউ কেউ, কোন দলের নেতা বলেছেন সংস্কার শেষ না করে নির্বাচন দেয়া যাবে না। যারা এ কথা বলেন, তারা নির্বাচনকে ভয় পান। তারা জনগনের রায়কে ভয় পান। আমি এই মঞ্চ থেকে ড. ইউনুসকে বলবো, বিএনপিসহ বাংলাদেশের ১৮ কোটি মানুষ আপনার সাথে আছে। এ বছরের শেষে দিকে ভোটের আয়োজন করেন, ১৮ কোটি মানুষ ভোট দিবে ইনশাল্লাহ। কোন ষড়যন্ত্রকে আর পাখা মেলতে দেবো না। আগে জনগণের ভোটের জন্য এক ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, মাঠ ছাড়িনি। হাজার হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা মাঠ ছাড়িনি। আহমেদ আযম বলেন, ড. ইউনুসের সরকার কিছু সংস্কার কর্মসূচি দিয়েছে। আমরা সেই কর্মসূচিকে স্বাগত জানাই। এই কর্মসূচি আমাদের ৩১ দফা কর্মসূচিতে আছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নসহ  আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে।

গতকাল আমি দেখতে পেয়েছি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস একটি সংস্থার সাথে আলাপকালে বলেছেন, এ বছরের শেষের দিকে নির্বাচন হবে।  ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি  এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক  ফরহাদ ইকবাল প্রমুখ। এসময় ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠ জুড়ে নেতা কর্মীদের মিলন মেলায় পরিণত হয়। শেষে প্রধান অতিথি আগামি নির্বাচনে মধুপুর- ধনবাড়ি আসনে ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের হাতে ধানের শীষের প্রতিক তুলে দিয়ে বিজয়ী করার ঘোষণা দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments