শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeপ্রবাসের খবরভাষাসংগ্রামীদের সংবর্ধনা দিল একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র

ভাষাসংগ্রামীদের সংবর্ধনা দিল একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র

কাগজ প্রতিবেদক: একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র আয়োজিত মুক্ত আলোচনা ও ভাষাসংগ্রামী সংবর্ধনা অনুষ্ঠিত হলো। সংগঠনের আহ্বায়ক নিউইয়র্ক প্রবাসী ওবায়দুল্লাহ মামুন অনুষ্ঠানটির আয়োজক। অনুষ্ঠানে দেশের বরেণ্য এগারো জন ভাষাসংগ্রামীকে সম্মাননা জানানো হয়েছে। তাঁরা হলেন ডা. সাঈদ হায়দার, আহমদ রফিক, কামাল লোহানী, আহমেদ আলী, জাতীয় অধ্যাপক সুফিয়া আহমদ, প্রতিভা মুতসুদ্দি, বিচারপতি কাজী এবাদুল হক, ড. শরীফা খাতুন প্রমুখ। উপস্থিত ছিলেন কামাল লোহানী, গোলাম আরিফ টিপু, শরীফা খাতুন এবং ফুলে হোসেন। দেশের বরেণ্য সেতার শিল্পী এবাদুল হক সৈকতের সেতার বাদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ছায়ানট মিলনকেন্দ্রে। পশ্চিম বাংলার তরুণ বুদ্ধিজীবী তাপস পালের বক্তৃতার পর উপস্থিত ভাষাসংগ্রামীগণ তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

একুশের চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে ভাষা আন্দোলন নিয়ে কাজ করছে। এর আহ্বায়ক ওবায়দুল্লাহ মামুন ভাষাসংগ্রামী এডভোকেট আবদুস সামাদের পুত্র।

সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পী রুমী আজনবী, শিল্পী আব্দুল্লাহ আল মামুন, শিল্পী প্রদীপ সরকার রানা এবং শিল্পী মহুয়া বাবর সঙ্গীত পরিবেশন করবেন। সঞ্চালনায় ছিলেন রফিক সুলায়মান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments