বাংলাদেশ প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে দেশটির কোয়াজুলু নাটাল প্রভিন্সের নিউক্যাসেল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন (৩৬) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী শরীফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিউক্যাসেল ওসোজানী বক্স সেন্টার নামক এলাকায় বিকাল ৫টার দিকে জাহাঙ্গীর নিজ দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন।
হঠাৎ কয়েকজন অস্ত্রধারী কৃষাঙ্গ সন্ত্রাসী থাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম মারা যান।
এ খবর সোমবার রাতে তার গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবার ও এলাকায় শোকের মাতম শুরু হয়।