বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeপ্রবাসের খবরপরিবারের ৪ সদস্যকে হত্যা, কানাডায় বাংলাদেশি তরুণের যাবজ্জীবন

পরিবারের ৪ সদস্যকে হত্যা, কানাডায় বাংলাদেশি তরুণের যাবজ্জীবন

বাংলাদেশ প্রতিবেদক: কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত মিনহাজ জামানকে (২৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কানাডার একটি আদালত। বাবা-মাসহ পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার দায়ে তার বিরুদ্ধে এই রায় দেয়া হয়।

একই সঙ্গে আগামী ৪০ বছরের জন্য মিনহাজের প্যারোল রহিত করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে কানাডার টরোন্টো সান পত্রিকা।

জানা গেছে লিন্ডসে অন্টারিওর একটি কারেকশন সেন্টারে অবস্থানরত মিনহাজকে ভিডিওর মাধ্যমে রায় পড়ে শুনানো হয়। রায় ঘোষণার সময় সে নির্বিকার ছিল এবং কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, ‘নিষ্ঠুর, নৃশংস, ঠাণ্ডা মাথায় এবং অনুভূতিহীন- এসব শব্দ’ সহিংস এই ঘটনার ভয়াবহতা বর্ণনায় যথেষ্ট নয়। গলা কেটে একজন মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো নিষ্ঠুরতম আর কোনো কাজ হতে পারে না। মিনহাজ জামান কয়েক ঘণ্টার ব্যবধানে চার চারবার এই নৃশংসতম কাজটি করেছে।

গত বছরের ২৮ জুলাই মারখামের একটি বাড়িতে মিনহাজ তার বাবা মনিরুজ্জামান, মা মমতাজ বেগম, বোন মেলিসা জামান এবং বাংলাদেশ থেকে বেড়াতে আসা নানি ফিরোজা বেগমকে গলা কেটে হত্যা করে।

গত ২৪ সেপ্টেম্বর আদালতে হত্যার দায় স্বীকার করে মিনহাজ বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ না করেই যে তা বন্ধ করে দিয়েছেন সেটি পরিবারের সদস্যরা জেনে যাওয়ার উপক্রম হওয়ায় তাদের খুন করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়ে যাওয়ার পর সেটি পরিবারের সদস্যদের তিনি জানাননি। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে শপিংমলে, জিমে ঘুরে ফিরে সময় কাটিয়েছেন। কিন্তু সেটি প্রকাশ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে তিনি তাদের খুন করার সিদ্ধান্ত নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments