শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeপ্রবাসের খবরজার্মানিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

জার্মানিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

বাংলাদেশ প্রতিবেদক: জার্মানিতে সড়ক দুর্ঘটনায় সিফাতুল ইসলাম সিফাত (২৫) নামে বাংলাদেশি এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার(২১ নভেম্বর) স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে দেশটির সাক্সেন আনহ্যাল্ট প্রদেশের হালেতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) রাতে সিফাত সহকর্মীদের সঙ্গে প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন। এ সময় পথে মালবাহী লরির সঙ্গে তাদের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিফাতুল ইসলাম মারা যান। বাকী তিনজনের অবস্থা অতটা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ আরও জানায়, জার্মানিতে সদ্য আসা ঢাকার সবুজবাগ বাসাবোর সিফাতুল ইসলাম সিফাত নবায়নযোগ্য শক্তি বিষয়ে সাক্সেন অ্যানহ্যাল্ট প্রদেশে নর্দহাউজেন ইউনিভার্সিটি অব এপ্লাইড সাইন্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তার মৃতদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে দেশে লাশ পাঠাতে কমপক্ষে ৩ হাজার ইউরো বা ৩ লাখ টাকার প্রয়োজন। প্রয়াত ছেলে সিফাতের মরদেহ দেশে পাঠাতে সিফাতের বাবা আব্দুল মতিন ও মা নাসিমা আক্তার দূতাবাসসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments