রাজিব হোসেন, বার্সেলোনা: পৃথিবীর ইতিহাসে ব্যাবসায়িক সংগঠন হিসাবে ´চেম্বার অফ কমার্স ´ প্রথম আত্মপ্রকাশ ঘটেছিলো ফ্রান্স এ এবং তারের পরের অবস্থান স্পেনের বার্সেলোনা। এমন একটি জায়গাতেই প্রায় ৬ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স।
২০১৭ সালের জুলাই মাসে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করার পর covid-19 এর বিশ্ব মহামারীর সময়কাল এবং তার পরবর্তীতে কিছু প্রতিকূলতার কারণে স্থবির হয়ে যাওয়া মৃত প্রায় সংগঠনটিকে যাদের প্রচেষ্টায় আবার প্রাণ ফিরে পেয়েছে তাদের মধ্যে মিরন নাজমুল, শফিক খান , সোহেল গাজী অন্যতম। তারই ধারাবাহিকতায় গত ১১ ই জুন সংগঠনটির সকল সদস্যদের প্রত্যক্ষ অংশ গ্রহণের মধ্যে দিয়ে নির্বাচিত করা হয় নতুন নেতৃত্ব।
সাজেদুর রহমান (সোহেল গাজী ) ,সভাপতি এবং মিরন নাজমুল তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক, জাফর হোসেন -কোষাধ্যক্ষ মুহিবুল হাসান কয়েস -সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এখানকার স্থানীয় ব্যাঙ্ক La caixa এর ঊর্ধতন কর্মকর্তা সর্বজন প্রিয় জনাব নজরুল ইসলাম চৌধুরির সার্বিক সহযোগিতায় থাকার কারনে সসংগঠনটির উপর স্থানীয় প্রবাসীবাঙালিদের আশা প্রত্যাশাও বেড়েছে।