মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeখেলাধুলাবাংলাদেশি দর্শকদের জন্যও সুখবর দিল স্টার স্পোর্টস

বাংলাদেশি দর্শকদের জন্যও সুখবর দিল স্টার স্পোর্টস

কাগজ ডেস্ক: বাংলাদেশি ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য নতুন সুখবর দিয়েছে স্টার স্পোর্টস। ইংল্যান্ডে বিশ্বকাপে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। বাংলাদেশের দর্শকরা দুটি প্রস্তুতি ম্যাচই (ভারত ও পাকিস্তান উভয়ের বিপক্ষে) সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।

বিশ্বকাপে এইবার ১০টি প্রস্তুতি ম্যাচের সবগুলোই সম্প্রচার করবে ভারতীয় এ স্পোর্টস চ্যানেল। এ হিসেবে বাংলাদেশের ম্যাচগুলোও তারা দেখাবে।

বৃহস্পতিবার এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সংযোগ গুপ্তা।

বাংলাদেশ দলের প্রথম প্রস্তুতি ম্যাচ ২৬ মে পাকিস্তানের বিপক্ষে কার্ডিফে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ একই ভেন্যুতে ২৮ মে ভারতের বিপক্ষে।

এতদিন আইসিসি ইভেন্টে শুধু মাত্র ভারতের সব প্রস্তুতি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হতো, বাকিদের সবগুলো দেখানো হতো না সাধারণত টিভিতে।

তবে এবার এই নিয়মের পরিবর্তন হতে যাচ্ছে।

তবে টিভি পর্দায় সরাসরি সম্প্রচার করা হলেও এসব প্রস্তুতি ম্যাচের রেকর্ড খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্যারিয়ারে যুক্ত হয় না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments