বাংলাদেশ প্রতিবেদক: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা কেন্দ্রীয় শহীদ মিনারে যান।

এ সময় ম্যাশের সঙ্গে ছিলেন তার স্ত্রী সুমনা হক সুমি, মেয়ে হুমাইরা মর্তুজা ও ছেলে সাহেল মর্তুজা।

মাশরাফির স্ত্রী সুমনা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

এ সময় ম্যাশের মুখ ঢাকা ছিল। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীন মিনারে অনেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন। জনসমাগম এড়াতে পেসার হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে উইকেট নেওয়া মাশরাফি মুখ ঢেকে রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

Previous articleমালদ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি
Next articleক্ষমতার আস্ফালন শহীদ মিনারকেও কলঙ্কিত করছে: আ স ম রব
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।