রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাবোয়ালের বড়শিতে ধরা পড়ল ১০০ কেজির শুশুক, বিক্রি হলো ১৫ হাজারে

বোয়ালের বড়শিতে ধরা পড়ল ১০০ কেজির শুশুক, বিক্রি হলো ১৫ হাজারে

বাংলাদেশ প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরের ধলেশ্বরী নদীতে মাছ ধরার বড়শায় ধরা পড়েছে ১০০ কেজি ওজনের শুশুক।

রোববার ভোরে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া ধলেশ্বরী নদীতে সেন্টু নামের এক যুবকের বড়শিতে ধরা পড়ে এ শুশুকটি।

এলাকাবাসী জানান, সেন্টু নামে এক যুবক গত রাতে মাছ ধরতে বড়শি (জিয়ালা বড়শি) ধলেশ্বরী নদীতে ফেলে আসেন। এ সময় বড়শিতে ছোট একটি বোয়াল মাছ আটকে যায়। ওই যুবক মাছটি তুলে আনার চেষ্টা করার সময় বিশাল আকৃতির শুশুক বোয়াল মাছকে গিলতে গিয়ে বড়শিতে আটকে যায়। স্থানীয়দের সহায়তায় শুশুক ডাঙ্গায় তুলে আনা হয়। কিছুক্ষণ পরই প্রাণীটি মারা যায়।

পরে শুশুকটি স্থানীয় জাঙ্গালীয়া বাজারে নেওয়া হয়। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে হাজারো মানুষ শুশুকটি দেখতে সেখানে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন ১৫ হাজার টাকায় সেন্টুর কাছ থেকে শুশুকটি কিনে নেন।

নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাছুম বিল্লা বলেন, শুশুক মাছটি বিলুপ্তির পথে। এটি সংরক্ষিত প্রাণী। যদি শুশুকটি জীবিত থাকতো তাহলে আমরা সেটিকে উদ্বার করে অবমুক্ত করতাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments