মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeশিক্ষাগুচ্ছের 'বি' ইউনিটে ইবি কেন্দ্রে পরীক্ষা দিবে ৭৫৮৫ পরীক্ষার্থী

গুচ্ছের ‘বি’ ইউনিটে ইবি কেন্দ্রে পরীক্ষা দিবে ৭৫৮৫ পরীক্ষার্থী

মো.মুখলেসুর রাহমান: শনিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে জিএসটি ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণির গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা। ‘বি’ ইউনিটে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৭ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা। ইতোমধ্যে আসন বিন্যাসসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

ইউনিট সমন্বয়ক সূত্রে জানা গেছে, পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ১ হাজার ১৮ জন, অনুষদ ভবনে ১ হাজার ৩২৪ জন, রবীন্দ্র নজরুল কলা ভবনে ১ হাজার ২০৯ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ১ হাজার ১৪৪ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ১ হাজার ২৫৮ জন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে ১ হাজার ১৫৬ জন, আইআইইআর ভবনে ১৮০ জন এবং ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ২৯৬ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

‘বি’ ইউনিট সমন্ময়কারীর দায়িত্বে থাকা ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, আমরা পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে কোনো প্রকার অসঙ্গতি ছাড়াই ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো বলে আশা করি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments