মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাউলিপুরে ২১১জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে বিদায় সম্বর্ধনা

উলিপুরে ২১১জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে বিদায় সম্বর্ধনা

আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ২১১জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্বর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি উলিপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার। ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

এছাড়া বক্তব্য রাখেন, পৌর মেয়র মামুন সরকার মিঠু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মোঃ তারিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ফারুক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, বজরা এল কে আমিন ডিগ্রি কলেজর অধ্যক্ষ আহসান হাবিব রানা প্রমুখ। এ সময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীগণকে ক্রেস্ট, একটি ছাতা ও একটি হ্যান্ড ব্যাগ প্রদান করা হয়।”

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments