মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeআন্তর্জাতিকতুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৪০

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৪০

বাংলাদেশ ডেস্ক: তুরস্কের উত্তরাঞ্চলে কৃষ্ণসাগর উপকূলীয় প্রদেশ বার্তিনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে। এছাড়া খনির মধ্যে আটকা পড়েছিল আরো অনেক মানুষ।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু শনিবার মৃত্যুর এ সংখ্যা নিশ্চিত করে জানান, খনি থেকে ৫৮ জন শ্রমিক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছে।’

জ্বালানিমন্ত্রী ফাতিহ দোনমেজ অশ্রুসিক্ত চোখে বলেন, ‘আমরা খনিতে উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছি।’

শুক্রবার আমাসরা শহরের রাষ্ট্রীয় মালিকানাধীন খনিটিতে বিস্ফোরণ ঘটে। মাটির কয়েক শ’ মিটার গভীরে বিস্ফোরণ ঘটার পর উদ্ধারকর্মীরা হতাহত ও আটকেপড়া লোকজনকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালিয়েছে।
বিস্ফোরণের সময় খনিটিতে ১১০ জন শ্রমিক কর্মরত ছিলেন বলে এর আগে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু।

জ্বালানিমন্ত্রী ফাতিহ দোনমেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- খনিতে জমে থাকা জ্বলনযোগ্য গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে কয়েকটি উদ্ধারকারী দল পাঠানো হয় বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সূত্র : এএফপি, পার্সটুডে

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments