স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে পেপার মিলের মেশিনে মাথায় আঘাত লেগে রিক্ত হোসেন (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) বিকেলে সাঁড়ার সিবেলহাট এলাকায় মল্লিক পেপার মিলে এ ঘটনা ঘটে। রিক্ত ঈশ্বরদী পৌরসভার সাঁড়াগোপালপুর এলাকার জাইদুল ইসলামের ছেলে।
মিলের শ্রমিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রিক্ত কাগজ কলের রিয়ান্ডার মেশিনে কাজ করছিল। এসময় হঠাৎ করেই মেশিনের বেল্টে মাথায় আঘাত পেয়ে সে গুরুতর আহত হয়। গুরতর আহত অবস্থায় তকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
মল্লিক পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক সাহাবুদ্দিন মল্লিক নান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের পরিবারকে আমরা যথোপযুক্ত সহায়তা প্রদান করবো।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।