মাসুদ রানা রাব্বানী : রাজশাহী মহানগরীর উপশহর এলাকা হতে
বিদেশী রিভলবার ও মাদকদ্রব্যসহ মোঃ মজনু আহমেদ(৪০) নামে এক পেশাদার মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন
উপশহর মডেল প্রাইমারি স্কুল এর তিন রাস্তার মোড়ের সামনে বাবু
ভেরাইটিজ স্টোর নামক দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ হতে ৩ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী রিভলবার, ৫০ গ্রাম আইস(মাদক), ১৪৪ পিচ ইয়াবা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতার মোঃ মজনু আহমেদ রাজশাহী জেলার চারঘাট থানাধীন ডাকড়া গ্রামের মোঃ মোকসেদ আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারা যায়, রাজশাহী মহানগর এর বোয়ালিয়া থানার উপশহর মডেল প্রাইমারি স্কুলের তিন রাস্তার মোড় এলাকার দিকে একটি প্রাইভেট কারে অস্ত্র ও মাদকসহ একজন আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল রোববার সকাল সাড়ে ১২টায় সেখানে অভিযান পরিচালনা করে মোঃ মজনু
আহমেদকে ৩ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী রিভলবার, ৫০ গ্রাম আইস(মাদক), ১৪৪ পিচ ইয়াবা ও ১টি প্রাইভেটকারসহ আটক করা হয়।
গ্রেফতার মোঃ মজনু আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বোয়ালিয়া থানা, আরএমপি তে হস্তান্তর করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান র্যাব।