মোঃ শিহাব উদ্দিনঃ গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন মহেশপুর ইউনিয়নে ঢাকা খুলনা মহাসড়কের মাঝিগাতী বাস স্ট্যান্ডের সামনে ঢাকা হতে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস জয়নগরবাজারে সন্ধ্যায় পরিতোষ বিশ্বাস (৬০) কে চাপা দিলে গুরুতর আহত হয়।
গুরুতর আহত পরিতোষ বিশ্বাস কে স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যুবরণ করে। সোহাগ পরিবনের বাস ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ আটক করেচ। বর্তমানে মহাসড়কে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক আছে।