শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeস্বাস্থ্য সেবারংপুর জেলায় ৪ লাখ ৮৯ হাজার ৫শ৮৫ জন শিশুকে “এ প্লাস ক্যাপসুল...

রংপুর জেলায় ৪ লাখ ৮৯ হাজার ৫শ৮৫ জন শিশুকে “এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

জয়নাল আবেদীন: জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ন কর্মসূচী। আগামী ১২ ডিসেম্বর সারা দেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তারই অংশ হিসেবে রংপুর জেলায় “এ”প্লাস ক্যাম্পেইনে অংশ নিবে ০ থেকে ১১ মাস বয়সের ৫৭ হাজার ৭শ৭০ জন ও প্রতিবন্ধী ১শ৬৩ জন শিশুকে একটি করে নীল রঙের (১ লক্ষ আই.ইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ৩০ হাজার ১শ জন ও প্রতিবন্ধী ১ হাজার ৫শ৫২ জন শিশুকে লাল রঙের (২ লাখ আই.ইউ) সর্বমোট ৪লাখ ৮৯ হাজার ৫শ৮৫জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

রবিবার সকাল সাড়ে ১০টায় রংপুর সদর হাসপাতাল জেলা সিভিল সার্জনের হলরুমে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ডিপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমীন।

এ সময় ডিপুটি সিভিল সার্জন বলেন ১২ ডিসেম্বর সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি টিকা কেন্দ্রে এবং হাট-বাজার, বাস স্ট্যান্ড, লঞ্চ-ঘাট এবং রেলওয়ে স্টেশনের অস্থায়ী/ভ্রাম্যমান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। রংপুর জেলায় ১ হাজার ৮শ৩২টি কেন্দ্রে ৩হাজার ৬শ৬৪ জন স্বেচ্ছাসেবক, ১ হাজার ৩শ ৬ জন স্বাস্থ্যকর্মী ও ৩শ৩জন পরিবার পরিকল্পনা কর্মী দ্বারা ক্যাম্পেইন পরিচালিত হবে।ডাঃ রুহুল আমীন বলেন, ভিটামিন “এ” এর অভাবজনিত কারণে অন্ধত্ব হওয়া থেকে বাচঁতে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ান। এতে শিশুরা রক্ষা পাবে, সর্বোপরি শিশু মৃত্যু রোধ করি। তাই ৬ মাস হতে ৫ বছরের শিশুকে ক্যাম্পেইন চলাকালীন সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন এবং প্রয়োজন মত একটি করে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ান। “এ” প্লাস ক্যাম্পেইনকে সার্থক করুন।

এ সময় সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম , জয়নাল আবেদীন সিদ্দুকুর রহমান সহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও ৫০জন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments