রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাখুনি তারেক জিয়ার নেতৃত্বে নাশকতার মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে: চীফ হুইপ

খুনি তারেক জিয়ার নেতৃত্বে নাশকতার মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে: চীফ হুইপ

আরিফুর রহমান: জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর- ই-আলম চৌধুরী বলেছেন, ফাসি হওয়া যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যাকারী, স্বাধীনতা যুদ্ধে পরাজিতদের পরিবারের সবাই ঐক্যবদ্ধ হয়েছে খুনি তারেক জিয়ার নেতৃত্বে।

বিদেশে বসে তারেক জিয়ার নির্দেশে এখানে বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এটা তার (তারেক জিয়া) নেতৃত্বে তাদের আমলে যে লুটপাট করা টাকা ও এই সকল পরিবারগুলোর মাধ্যমে এই টাকা ব্যয় করে এই অপচেষ্টা তারা করছে। কিন্তু আমাদের বিশ^াস বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যেমন আমরা পদ্মা সেতু করেছি তেমন আমরা নির্বাচনও করবো।

শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে, আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে। রবিবার মাদারীপুর- ১(শিবচর) আসনে দক্ষিন বহেরাতলায় নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের কাছে চীফ হুইপ এসব কথা বলেন। এদিন তিনি দক্ষিন বহেরাতলা ও কুতুবপুর ইউনিয়নের আরো কয়কটি স্থানে জনসংযোগ পথসভা জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ লতিফ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মো. সেলিমসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments