রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাআওয়ামী লীগের প্রতি ভালোবাসা জনগণ ব্যালটে প্রকাশ করবে: মোখলেছুর রহমান মিন্টু

আওয়ামী লীগের প্রতি ভালোবাসা জনগণ ব্যালটে প্রকাশ করবে: মোখলেছুর রহমান মিন্টু

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু বলেছেন, বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তার মূল্যায়ণ জনগণ অবশ্যই করবে। আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতি জনগণের ভালোবাসা ব্যালটের মাধ্যমে প্রকাশ করবে। শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজারে ছাত্রলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ। সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক অপু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়।

বিশেষ অতিথি ছিলেন, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাধারণ সম্পাদক নায়েক এম এ কাদের, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফজলুল হক মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আতিয়া ফেরদৌস কাকলি।

বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ,, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বিশ্বাস প্রমূখ।

সভায় বক্তারা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চি করণ ও নৌকার বিজয় সুনিশ্চিত করতে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার আহবান জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments