রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeরাজনীতিজাতীয় পার্টি একটা উত্তরবঙ্গের দল, হয়তো সেকারনেও বিভিন্নভাবে বঞ্ছনার শিকার: জিএম কাদের

জাতীয় পার্টি একটা উত্তরবঙ্গের দল, হয়তো সেকারনেও বিভিন্নভাবে বঞ্ছনার শিকার: জিএম কাদের

জয়নাল আবেদীন: রাজনীতিতে এবং উন্নয়ন বরাদ্দে রংপুর অঞ্চল বিভিন্ন ভাবে বৈষম্য ও বঞ্ছনার শিকার হয়েছে বলে দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘উত্তরবঙ্গ বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার।

আমাদের জাতীয় পার্টি মোটামুটি একটা উত্তরবঙ্গের দল। হয়তো সেকারনেও বিভিন্নভাবে বঞ্ছনার শিকার। রংপুর সিটি কর্পোরেশন আয়তনের দিক থেকে বিশাল। কিন্তু এখানে বরাদ্দ খুব সামান্যতম দেয়া হয়। এটাও উত্তরবঙ্গের প্রতি একটা বৈষম্য, বিশেষ করে রংপুর বিভাগের প্রতি। আরেকটা বৈষম্য জাতীয় পার্টির প্রতি। সিটি মেয়র মোস্তফা পর পর দু’বার বিপুল ভোটে নির্বাচিত হলেও তাকে সাধারণ ভাবে কোনো পদ মর্যাদা দেয়া হয়নি। এটাও একধরণের বঞ্ছনা-বৈষম্য। এটার ব্যাপারে আমরা সংসদেও কথা বলেছি, কিন্তু তা কার্যকর হয়নি। রোববার দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই নির্বাচনী মতবিনিময় সভা জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা হয়তো অনেক সময় সফল হতে পারছি না। তার জন্য আমরা নিরাশ নই। সামনের দিকে আল্লাহর রহমতে আমরা যদি সংসদে যাই, তখন আমরা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করব এবং আপনাদেরকে সাথে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে হলেও রংপুরের উন্নয়নের জন্য আমাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করব। জিএম কাদের বলেন, আমার কাছে মনে হয় রংপুর শহরের জলাবদ্ধতা নিরসন এখন বড় সমস্যা। অল্প বৃষ্টি হলেই শহরে পানি জমে যায়। এটা শুধু রংপুরে নয় বাংলাদেশের প্রায়প্রতিটি বড় বড় শহর গুলো এমন সমস্যা রয়েছে। পয়নিষ্কাশনের জন্য শ্যামা সুন্দরী খালকে যেমন খনন করা দরকার, তেমনি আরও কিছু খালের ব্যবস্থা করা দরকার।তিনি আরও বলেন, ‘আগে শহরের পাড়া মহল্লায় ছোট বড় একটা করে পুকুর বা কুয়া থাকত। খেলার মাঠ থাকত, আরেকটা করে প্রাইমারী স্কুল থাকত। এসব সরকারি তরফ থেকে বা স্বায়তশাসিতভাবে দেয়া হতো। এখন শহর স¤প্রসারিত হওয়ার কারণে আমাদের বেসিক নীডসগুলো হারিয়ে যাচ্ছে। এখন আগুন লাগলে পানি দেয়ার মতো কোনো পুকুর- খালবিল কিছু নেই, সব ভরাট হয়ে গেছে। রংপুর শহরের জন্য একটা মাস্টার প্ল্যান দরকার। ভবিষ্যতের উন্নয়নের জন্য এটা জরুরি।জাপা চেয়ারম্যান বলেন, ‘রংপুরে শিল্পায়ন দরকার। শিল্প-কলকারখানা না হলে এখানে গ্যাস আসবে না। গ্যাস এখন বিশ্বব্যাপী অনেক এক্সপেনসিভ হয়েছে। সরকার এখন বাড়ি বাড়ি গ্যাস দেয়ার জন্য প্রাকৃতিক গ্যাসের সংযোগ দিবে না। এটা আর লাভজনক নয়। সরকার এখন শিল্প-কলকারখানায় গ্যাস দিবে। কাজেই রংপুরে যখন শিল্প-কলকারখানা গড়ে উঠবে, তখন সরকার নিজের থেকেই দিবে। আমরা রংপুরে শিল্পায়ন ও শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য চেষ্টা করব এবং গ্যাসের সংযোগের জন্য চেষ্টা করব। এটা সম্ভব হলে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকার সমস্যার সমাধান হবে। ’শিল্পাঞ্চল গড়ে তোলা ছাড়া শিল্পায়ন সম্ভব না এবং আমাদের দেশে অনেক মানুষের টাকা পয়সা থাকলেও শিল্পায়নের জন্য যায় না। রংপুরাঞ্চলে শিল্পায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগরের সভাপতি

ও জেলা আগবায়ক এবং সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক ও রংপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments