শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলামৌলভীবাজারে বন্যার পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মৌলভীবাজারে বন্যার পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, মনতৈল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে মোঃ রানা (৮) ও মোঃ ফারুক মিয়ার ছেলে রানা (৯)। তারা দুজনই স্থানীয় কেবিএ হিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, রানা নামের দুই শিশু বন্যার পানিতে খেলা করছিল। একপর্যায়ে দুই বন্ধু গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোঃ রানাকে মৃত ঘোষণা করেন। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, একটি শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাদের দেখতে যাই। বন্যার পানি বাড়তে থাকায় এ ধরনের আরও ঘটনা ঘটতে পারে। তাই এ সময়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments