শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeখেলাধুলাআম্পায়ারের ভুলেই ম্যাচ হেরেছে বাংলাদেশ: ওয়াসিম জাফর

আম্পায়ারের ভুলেই ম্যাচ হেরেছে বাংলাদেশ: ওয়াসিম জাফর

বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে আম্পায়ার ছিলেন অষ্ট্রেলিয়ান স্যাম নোগাস্কি এবং ইংলিশ রিচার্জ ইলিংওর্থ। স্যাম নোগাস্কির একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে এক পোস্টে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘মাহমুদউল্লাহকে ভুলভাবে লেগ বিফোর উইকেট আউট দেয়া হয়েছে। আম্পায়ারের ভুলেই ম্যাচ হেরেছে বাংলাদেশ।’

বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারে প্রোটিয়া পেসার ওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারিতে। বার্টম্যানের এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। মাহমুদউল্লাহ রিভিউ নিতেও বেশি দেরি করেননি। রিভিউয়ে আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে যায়। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট দেয়ার পর সেই সিদ্ধান্ত রিভিউয়ে বদলে গেলেও কোনো রান যোগ হয় না।

ওয়াসিম জাফর ওই পোস্টে বলেন, ‘মাহমুদউল্লাহকে ভুলভাবে লেগ বিফোর উইকেট আউট দেয়া হয়েছে। লেগ বাই হয়ে বলটা চার হয়েছিল। ডিআরএসে সিদ্ধান্ত বদলে গেছে।

কিন্তু বাংলাদেশ চার রান পায়নি কারণ একবার যখন ব্যাটার আউট দেয়া হয় তখন বল ডেড হয়। বাংলাদেশের জন্য খারাপ লাগছে।’

আম্পায়ারের বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণে অনেকেই আঙুল তুলছে আইসিসির আইনের প্রতি। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইনও প্রশ্ন তুলেছেন আম্পায়ারের সিদ্ধান্তে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments