রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাটাঙ্গাইলে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০, এমপির বাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইলে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০, এমপির বাড়িতে অগ্নিসংযোগ

বাংলাদেশ প্রতিবেদক: টাঙ্গাইলের বিভিন্নস্থানে আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্ততপক্ষে তিনজন গুলিবিদ্ধ ও ১৫ জনের মত আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার বটতলায় আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ছাত্রলীগ পিছু হটে স্থানীয় বিবেকান্দ স্কুলে আশ্রয় নিলে তাতে হামলা চালায় আন্দোলনকারীরা। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়। আহত হয় বেশ কয়েকজন।

এ ঘটনা ছড়িয়ে পড়লে শহরের বিভিন্নস্থানে উভয় পক্ষের মধ্যে সংহিতা ছড়িয়ে পরে। এসময় শহরের সিএনবি রোড এলাকায় আন্দোলনকারীদের সাথে ক্ষমতাসীন কর্মীদের সাথে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধের ঘটনা ঘটে। আহত হয় বেশ কয়েকজন। পুড়িয়ে দেয়া হয় এক সাংবাদিকের মোটরসাইকেল।

এছাড়াও দুপুর একটার দিকে পূর্ব আদালতপাড়ায় টাঙ্গাইল দুই আসনের সংসদ সসদ্য ছোট মনিরের বাসভবনে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটে। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈ তার মালিকানাধীন পেট্রোল পাম্পেও অগ্নিসংযোগ করা হয়।

অপরদিকে কালিহাতীতে আওয়ামী লীগ অফিস ভাংচুর ও আ. লীগের সভাপতিসহ ৫ জন আহত হওয়া পাওয়া গিয়েছে ও ঘাটাইলে পুলিশ বক্স ভাংচুর, অগ্নিসংযোগ ও উপজেলা পরিষদ এলাকায় ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ঘটনায় পুরো জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

শহরে দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ও শহরের ভেতরে ছোট যানবাহন সীমিত আকারে চলছে। কর্মসূচি চলাকালে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments