বাংলাদেশ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।
আজ রোববার গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে বেরিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে এক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী প্রধান, বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে গঠিত কমিটির সব সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব উপস্থিত ছিলেন।
জাতীয় প্রতিরক্ষা নীতি-২০১৮ অনুমোদিত হওয়ার পর ২০১৯ সালের মার্চে গঠিত এ কমিটি দেশের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সমস্যা পর্যালোচনা করে থাকে।
২০২৩ সালের পর এটিই নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠক।
বিকেলে সংস্কৃতিকর্মীদের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।