শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeরাজনীতিহাসানুল হক ইনু গ্রেপ্তার

হাসানুল হক ইনু গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদক: সাবেক তথ্যমন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।

ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের আগের দিন সেই সময়কার পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ৪ আগস্টের ওই বিবৃতিতে সংঘাত-সহিংসতা-রক্তপাত ও রাজনৈতিক অনিশ্চয়তা এড়াতে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।

ওই সময় দেশের বিভিন্ন স্থানে নতুন করে অনেক প্রাণহানি ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ ও আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও সরকারসহ সব পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments